আন্দোলন নিয়ে বিতর্কিত বক্তব্যে পদ হারালেন জামায়াত নেতা

বিতর্কিত বক্তব্য দেওয়ায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আমির মো. ইউনুছের সদস্যপদ বাতিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১১ আগস্ট) দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে তা নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. ইউনুছ সংগঠনের সিদ্ধান্তের বাইরে গিয়ে শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেওয়ায় তার সদস্যপদ বাতিল করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, মো. ইউনুছ গত ৭ আগস্ট ইউনিয়ন জামায়াতের এক সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ে সংগঠনের সিদ্ধান্তের বাইরে গিয়ে শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেওয়ায় তার সদস্যপদ বাতিল করা হলো।
জানা গেছে, চাঁদপুরের ওই জামায়াত নেতা তার বক্তব্যে বলেছিলেন, ‘আন্দোলন করেছে শুধু জামায়াত-শিবির’।  এতে সামাজিকমাধ্যমে সমালোচনা তৈরি হয়।

Check Also

বরিশালে মেয়র হতে চরমোনাই পিরের ছোট ভাইয়ের মামলা

বরিশাল সিটি করপোরেশনের ২০২৩ সালে অনুষ্ঠিত নির্বাচনি ফলাফল বাতিল ও ইসলামী আন্দোলন সমর্থিত হাতপাখা প্রতীকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।