পঞ্চগড় করেসপনডেন্ট:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এক নারী ও তার দুই শিশু সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।
নিহতরা হলেন, উপজেলার বলরামপুর ইউনিয়নের ব্যবসায়ী সেলিমের স্ত্রী তাসলিমা বেগম (৩২), তার ছেলে সৈকত (১৪) ও সায়হাম।
পুলিশ সুপার জানান, কাপড় ব্যবসায়ী সাদ সেলিমের মুরগীর খামারে চাকুরী করতেন নবীন ইসলাম জাহিদ, সাজ্জাদুর রহমান বাঁধন, রিমন ইসলাম ও রিফাত। সেই খামারের মুরগীর খাবার চুরি করার দায়ে তাদেরকে চাকুরি থেকে বাদ দেন সেলিম। এতে তাদের সাথে সেলিমের বিরোধ সৃষ্টি হয়। এরপর গতকাল বুধবার (১৪ আগস্ট) রাতে হত্যার উদ্দেশ্যে সেলিমের বাড়ী যায় তারা। এ সময় সেলিমকে না পেয়ে প্রথমে তার স্ত্রী ও দুই ছেলেকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
তিনি আরও জানান, পরে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নবীন হাতের তালু কাটার চিকিৎসা করতে বোদা ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে যায়। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চাচার বাড়ি থেকে নবিনকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে সে হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। পরে বৃহস্পতিবার বিকেলে রিমন ইসলামকেও আটক করা হয়।