এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি(সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার বুধহাটায় ডাঃ অরুন ব্যানার্জীর সাথে জামায়াত নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। শুক্রবার (১৬ আগস্ট) ১১ টায় উক্ত মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়।
বুধহাটার কুল্যা মোড়ে নিবেদিতা নার্সিং হোমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নার্সিং হোমের স্বত্বাধিকারী, সাতক্ষীরা ম্যাটস এর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও (অবঃ) ডাঃ অরুণ কুমার ব্যানার্জির সাথে মত বিনিময় করেন, আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মরহুম মাওঃ এ এম রিয়াছাত আলী বিশ্বাসের পুত্র মাওঃ নুরুল আফছার মোর্তজা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট শহিদুল ইসলাম। এ সময় আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান, সাংবাদিক বাবুল হোসেন, বুধহাটা ইসলামী ব্যাংকের ম্যানেজার ফয়সাল আহমেদ, নিবেদিতা নার্সিং হোমের ম্যানেজার মৃণাল ব্যানার্জি, প্যাথলজিস্ট গোপাল কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
Check Also
২০২৫-২০২৬ সেশনের কালিগঞ্জ উপজেলা জামায়াতের ০৯টি ইউনিয়নের আমীরগণের শফথ গ্রহণ
ড. মিজান সাংবাদিক কালিগঞ্জ: আজ ২২ ডিসেম্বর বিকাল ০৪ টায় উপজেলা জামায়াত অফিসে ০৯ টি …