স্টাফ রিপোটারঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধা সাড়ে ৭টায় জামায়াতের জেলা কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা। শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইউনিট দায়িত্বশীল সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক গাজী সুজায়েত আলী, জেলা কর্মপরিষদ জামশেদ আলম, শাহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান,সেক্রেটারী খোরশেদ আলমসহ অনেক।
প্রধান অতিথি শেখ নুরুল হুদা বলেন, দেশ গড়তে হলে জামায়াতের দায়িত্বশীলদের দক্ষতার সাথে নের্তৃত্ব দিতে হবে। পাড়ায় মহল্লায় পাহারা দিতে হবে।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …