শহীদ ছাত্রদের স্মরণে বাংলাদেশ ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিওথেরাপী সেন্টারের ফ্রি ডায়াবেটিক মেডিকেল ক্যাম্প

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা :বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে বাংলাদেশ ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিওথেরাপি সেন্টারের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ডায়াবেটিক শনাক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকালে সাতক্ষীরা খুলনার রোড মোড়(শহীদ আসিফ চত্বরে) এ ডায়াবেটিক সনাক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিওথেরাপি সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন বাংলাদেশ ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিওথেরাপি সেন্টারের ডায়াবেটিক কনসালটেন্ট ও চেয়ারপার্সন ডাঃ শেখ মাহমুদুল হাসান মুক্তা। ফ্রি মেডিকেল ক্যাম্প ও ডায়াবেটিক শনাক্তকরণ কর্মসূচি পরিচালনা করেন বাংলাদেশ ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিওথেরাপি সেন্টারের পরিচালক মো: আকবর আলী। এ সময় উপস্থিত থেকে সহযোগিতা করেন গ্রাম ডাক্তার আক্তার হোসেন, ডাক্তার সহকারী মার্জনা খাতুন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা,সচেতনতা মূলক পরামর্শ ও রোগী দেখে ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।