এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।। আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন জামায়াতের আয়োজনে আলোচনা সভা,দোয়া মাহফিল ও বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭আগস্ট) বিকাল ৫ টায় ইউনিয়ন সভাপতি শেখ হেদায়েতুল ইসলাম এর সভাপতিত্বে ও সহ-সভাপতি আব্দুল ওয়াজেদ এর পরিচালনা গোয়ালডাঙ্গা বাজার বকুলতলা চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলার জামাতের নায়েবে আমির মাও: নুরুল আফসার মুর্তজা, শোভনালী ইউপি চেয়ারম্যান মাও: আবুবক্কার সিদ্দিক, থানা কর্মপরিষদ সদস্য মাও: আতাউর রহমান, বড়দল ইমাম পরিষদের সভাপতি হাফেজ মারুফ বিল্লাহ, ছাত্র শিবিরের পশ্চিম শাখা সভাপতি মো: ইয়াছিন আরাফাত প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মো: সেকেন্দার আলী, হাফেজ রুহুল আমিন, আলহাজ্ব আ: মালেক সরদার প্রমুখ। আলোচনা সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোয়ালডাঙ্গা বাজার জামে মসজিদের ইমাম মাও: শফিউল আলম। আলোচনা সভার আগে গোয়ালডঙ্গা সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে এবং আলোচনা সভার পরে বড়দল সার্বজনীন দুর্গাপূজা মন্দির ও ফকরাবাদ দুর্গাপূজা মন্দিরের পূজা আয়োজক কমিটির সাথে মতবিনিময় করেন। এ সময় আগামী দিনে দুর্গাপূজা সহ সকল ধর্মীয় অনুষ্ঠান যাতে বিগত দিনের চেয়ে আরো উৎসবমুখর পরিবেশে উৎযাপিত হয় সেজন্য পাশে থেকে সকল প্রকার সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন জামায়াত নেতারা।
Check Also
ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার বর্ষপূর্তি উদযাপন ও কমিটি গঠন
সভাপতি মোঃ আব্দুর রহিম (জনতা ব্যাংক), সম্পাদক কবির উদ্দিন (আল আরাফাহ ইসলামি ব্যাংক) আব্দুল্লাহ আল …