শেখ হাসিনার গাড়ি বহর হামলার মিথ্যা মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবসহ সকল আসামিদের মুক্তির দাবিতে সাতক্ষীরার বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি ঃ শেখ হাসিনার কথিত গাড়ি বহর হামলা মামলার নামে সাতক্ষীরার তালা-কলারোয়া আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের প্রায় ৫০ নেতাকর্মীকে বিভিণœ মেয়াদে সাজা দেয়ার প্রতিবাদে ও সকল আসামিদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কলারোয়া উপজেলা বিএনপির আয়োজনে রবিবার দুপুর ১২টায় পোষ্টঅফিস মোড়ে অনুষ্ঠিত কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক সাধারন সম্পাদক শেখ তারিকুল হাসান।

উপজেলার বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভপিতিত্বে এতে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হাসান হাদী, পৌর বিএনপির আহবায়ক মাসুম বিল্লাহ শাহীন, জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, কলারোয় পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ কামরুল হোসেন, সাধারন সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিকী, সহ-সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, শওকাত হোসেন, যুবদল নেতা সবুজ, পলাশ, পারভেজ, আবু জাফর, মোজাফ্ফর ছাত্রদল নেতা সোহেল, রাসেল, প্রিন্স, স্বেচ্ছাসেবক দল নেতা মোশারফ, কারিম, সিরাজ প্রমুখ।

Check Also

ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার বর্ষপূর্তি উদযাপন ও কমিটি গঠন 

সভাপতি মোঃ আব্দুর রহিম (জনতা ব্যাংক), সম্পাদক কবির উদ্দিন (আল আরাফাহ ইসলামি ব্যাংক) আব্দুল্লাহ আল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।