জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবকদলের আয়োজনে শহরের আমতলা মোড় হতে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারিকেলতলা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টে। এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকদলের
পৌর ১ নং ওয়ার্ডের সদস্য সচিব ইয়াসিন আরাফাত, ৩ নং ওয়ার্ড সভাপতি মহসিন হোসেন, সদস্য সচিব মোঃ শিমুল, স্বেচ্ছাসেবকদলনেতা বিল্লাল হোসেন, মো. আবুল কালাম, আশিকুর রহমান শিমুল,আবু রায়হান, পৌর যুবদলনেতা সাইফুল্লাহ আল কাফি প্রমুখ।

এ সময় পৌর সভার ৯ টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবকদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সকল অপকর্মের বিচার করতে হবে। শেখ হাসিনা দেশে হত্যাযজ্ঞ চালিয়ে পালিয়ে গেলেও এখনো তার দোসররা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। খুনি হাসিনার সকল ষড়যন্ত্র রুখে দিতে স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ে নেতৃবৃন্দকে সতর্ক থেকে কাজ করতে হবে। র‍্যালিপূর্বক বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন নেতৃবৃন্দ।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।