এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি(সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার প্রতাপনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১আগস্ট) বিকাল ৩ টায় উপজেলার প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজার সংলগ্ন শহীদ হাফেজ আনাস বিল্লাহ চত্বরে শত শত স্কুল,কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতাপনগর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান কুখ্যাত সন্ত্রাসী মরহুম জাকির হোসেন,তার ভাই আজুয়ার রহমান ও তার সহযোগী সন্ত্রাসীদের দ্বারা বিগত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন ভাইয়ের হত্যার বিচার,খুন,গুম,সন্ত্রাসী চাঁদাবাজি সহ বিভিন্ন হত্যা মামলা ও হয়রানির প্রতিবাদে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতাপনগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে মানববন্ধনের বক্তব্য রাখেন মেহেদী হাসান, রফিকুজ্জামান, মুয়াজ্জেম হোসেন,হোসাইন বিল্লাহ, তাসমিয়া সুলতানা, মনিরুজ্জামান, হোসাইন রহমান।
বক্তারা বিগত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হাফেজ আনাস বিল্লাহ, আদম আলী ও দিনমজুর আলম সরদারের খুনিদের গ্রেপ্তারপূর্বক শাস্তি প্রদান, জাকিরের পালিত সন্ত্রাসীদের অপকর্মের বিচার, শহীদদের পরিবারকে সরকারিভাবে সহযোগিতা প্রদান ও আহতদের চিকিৎসা খরচ প্রদানের দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে । উল্লেখ্য সাতক্ষীরা মেডিকেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ৯ জন ছাত্র চিকিৎসাধীন আছেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …