সাতক্ষীরা জজ কোর্টের এক আইনজীবীকে নাশকতার মামলায় গ্রেপ্তার এবং ক্রসফায়ারে দেওয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে সাতক্ষীরা সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে। এড. শামসুদ্দোহা খোকন বাদী হয়ে বুধবার মামলাটি দায়ের করেন। সাতক্ষীরার আমলি আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়াল মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, এড. শামসুদ্দোহা খোকন সাতক্ষীরা সদর থানার জিআর ৯৬২/২২(সাত:) নম্বর নাশকতা ও বিস্ফোরক দ্রব্যাদি আইনের মামলার আসামি হওয়ায় গত ২৮ ডিসেম্বর-২২ তারিখ রাত দশটায় সকল আসামিরা বাদিকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে যান। ওই সময় বাদী বাড়িতে না থাকায় আসামিরা বাদীর স্ত্রীকে মোবাইল ফোনে স্বামীর সঙ্গে কথা বলতে বলেন এবং আসামিরা বাদীর স্ত্রীকে বলেন, ৫০হাজার টাকা চাঁদা না দিলে বাদীকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হবে এবং ক্রসফায়ারে দেওয়া হবে। ওই সময় বাদীর স্ত্রী ভীতু সন্ত্রস্ত হয়ে ৫০হাজার টাকা জোগাড় করে আসামিদেরকে চাঁদা স্বরূপ প্রদান করেন। ওই ঘটনায় সাতক্ষীরা জজ কোর্টের এড. শামসুদ্দোহা খোকন বাদী হয়ে গতকাল আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে সাতক্ষীরা সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান, সাবেক এসআই দেলোয়ার হোসেন, সাবেক এসআই তন্ময় কুমার দেবনাথ, সাবেক এএসআই নারায়ণ চন্দ্র মন্ডল ও সাবেক এএসআই সাইমুন ঢালীকে। বিচারক মামলাটি গ্রহণ করেন এবং ঘটনার বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই সাতক্ষীরাকে নির্দেশ দেন। বাদী এড. শামসুদ্দোহা খোকন মামলার বিষয়টি পত্রদূতকে নিশ্চিত করেন।