জবর দখলকৃত জমি ফিরে পেতে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি(সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার শ্রীউলায় জবর দখলকৃত জমি ফিরে পেতে আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২২ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-মহিষকুড় গ্রামের আব্দুল মালেক মোল্লার ছেলে আরিছুর রহমান। তিনি জানান-মহিষকুড় মৎস্য সেটের পূর্ব দিকে মহিষকুড় মৌজায় ৬৮ নং বিআরএস খতিয়ানের ২৬১ দাগে ৫ শতক জমি এস এ রেকর্ডিয় মালিক তাহের উদ্দিন মোল্লার থেকে ক্রয় করেন মতিয়ার মোল্লা। তার থেকে আমরা ঐ জমি কিনে রেকর্ডীয় মালিক হয়ে উক্ত সম্পত্তিতে ভোগদখলে ছিলাম। কিন্তু ২০১৩ সালের দিকে দলীয় প্রভাব খাটিয়ে মহিষকুড় গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলর মনিরুল ইসলাম খোকন, মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে ইমদাদুল হক,জলিল মোল্লার ছেলে খালেক, সাইদ মোল্লার ছেলে সাকিল, ছাত্তার মোল্লার ছেলে রবিউল ও ইছা গাজীর ছেলে সুমন গাজী এক রাতের মধ্যে ঘর তুলে দিয়ে একটি মুদির দোকান, আওয়ামী লীগের দলীয় অফিস ও একটি ঔষধের দোকান নির্মাণ করে। আমরা আইনের স্মরণাপন্ন হলে তারা আমাদের নামে ৯ টি নাশকতা মামলা দায়ের করে বিগত ১১ বছর ধরে জেল জুলুম নির্যাতনে আমাদের সম্পত্তি থেকে বেদখল করে রাখে। এখন আমরা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আইনানুগ ব্যাবস্থায় যাহাতে আমাদের ন্যায্য জমি ফিরে পেতে পারি সে জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

Check Also

স্বামীর বকুনিতে স্ত্রীর আত্মহত্যা, প্রেমিকের বিষপান

সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার আশাশুনিতে প্রেমিকের সাথে ঈদের কেনাকাটা করতে যাওয়ায় স্বামীর বকাবকিতে গলায় ফাঁস দিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।