আশাশুনির প্রতাপনগরে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি(সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার প্রতাপনগরে শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী(রাহি.)এর প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২১আগস্ট) বিকাল ৪টায় প্রতাপনগর তালতলা বাজারে ইউনিয়ন জামায়াত ইসলামের উদ্যোগে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক আল আমিন হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আগড়দাড়ী কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ও জেলা জামায়াতের আমির হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন- জেলা জামায়াতের স-সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক,জেলা কর্মপরিষ সদস্য ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির ও প্রাক্তন চেয়ারম্যান মাওলানা আব্দুল মান্নান, মাওলানা নুরুল আফছার মুর্তাজা।অন্যান্যের মধ্যে আলোচনা করেন-প্রিন্সিপাল মুজিবুর রহমান, প্রিন্সিপাল সোহরাফ হোসেন,ইউনিয়ন বিএনপির সভাপতি স ম আক্তারুজ্জামান,আলহাজ্ব এনায়েতুল্লাহ,মাওলানা ওহিদুজ্জামান,মাওলানা আসাদুজ্জামান, ছাত্রনেতা মাসুদ রানা,রিপন হোসেন, মেহেদী হাসান।
সবশেষে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।