সাতক্ষীরা সংবাদদাতা: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পরিবেশ ও সমাজসেবা সম্পাদক ডা. মুত্তাকী বিল্লাহ বলেছেন, ছাত্রশিবির যুবক, তরুণদের মাঝে ঘুণে ধরা সমাজ পরিবর্তনের একটি স্বপ্ন তৈরি করতে সক্ষম হয়েছে । আজকের সমাজকে পরিবর্তন করে প্রত্যাশিত সোনালি সমাজ তৈরির জন্য প্রয়োজন সৎ, দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব। যারা সমাজের সকল অন্ধকারকে পরিবর্তন করে উম্মাহকে মুক্ত করবে। প্রতিষ্ঠালগ্ন থেকে ইসলামী ছাত্রশিবির এ জাতিকে উপহার দিয়েছে একদল সৎ, যোগ্য, মেধাবী, দেশপ্রেমিক নেতৃত্ব। শিবির পরিণত হয়েছে তৌহিদী ছাত্র-জনতার আস্থা, কোটি মানুষের ভালোবাসা, স্বস্থি ও মুক্তির এক প্রিয় ঠিকানায়। তিনি আরো বলেন,“আমাদের প্রত্যয় একটাই, আল্লাহর পথে মোরা চলবো নিকষ কালিমা ভরা আকাশে ধ্রুবজ্যোতি তারা হয়ে জ্বলবো।” বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে আয়োজিত এইচএসসি ও আলিম শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল শুক্রুবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা অফিসে মরহুম কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা। সংগঠনটির সভাপতি আল মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো: মেহেদী হাসানের পরিচালনায় অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিবিরের সাতক্ষীরা সরকারি কলেজ সভাপতি রফিকুল ইসলামসহ অনেকে।