আশাশুনিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা

এস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি)সাতক্ষীরা।। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব- ১৪৩১ উপলক্ষ্যে আশাশুনিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশাশুনি উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন-উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্যর সঞ্চালনায় সভার শুভ উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সেবায়েত ও পুরোহিত প্রশিক্ষক মেধস কুমার ব্যানার্জী। প্রধান বক্তা হিসাবে ভগবত আলোচনা করেন, বিশিষ্ট ধর্মীয় ও ভগবত আলোচক বিল্ব মঙ্গল দেবনাথ। সভায় বিশেষ অতিথি হিসাবে ও অন্যদের মধ্যে আলোচনা রাখেন- জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য ও আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুস সোবহান মুকুল, উপজেলা বিএনপির আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নূরুল আফসার মোর্তজা,আশাশুনি সেবাশ্রমের অধ্যক্ষ বিশ্বপ্রাণানন্দজী মহারাজ, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ উপজেলা আহবায়ক গোপাল কুমার মন্ডল, ধর্ম যাজক মনীন্দ্র নাথ বাছাড়, স্বপন বিশ্বাস, পূজা উদযাপন পরিষদ সহ-সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, সঞ্জয় কুমার দাশ, অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, পরিমল কুমার দাশ, কালি কিংকর হালদার, দেবাশীষ মুখার্জী প্রমুখ। এছাড়া উপজেলা ইয়ং সোসাইটির সভাপতি ডাক্তার রোকনুজ্জামান, সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল হাই, গোষ্ঠ বিহারী, কালিপদ রায়, প্রফেসর রতন অধিকারী, দিপন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা স্কুল চত্বর থেকে শুরু হয়ে বাজার ও থানার সামনে দিয়ে সদর রাস মন্দিরে গিয়ে শেষ হয়।

Check Also

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি-অধ্যাপক শাহজাহান,সেক্রেটারী বোরহান উদ্দীন মনোনীত এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলার দ্বি-বার্ষিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।