বিএনপির কেন্দ্রীয়নেতা  হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৭ জন নেতাকর্মীর জামিন হওয়ায় সাতক্ষীরায় শুভেচ্ছা ও আনন্দ মিছিল এবং আলোচনা সভা

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে প্রতিহিংসা ফরমায়েসী রায়, ৭০ বছরের সাজা অবস্থায় কারাঅন্তরীন বিএনপির কেন্দ্রীয়  প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি  হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৭ জননেতাকর্মী কোর্ট থেকে জামিন হওয়ায় সাতক্ষীরায় শুভেচ্ছা ও আনন্দ মিছিল এবং আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।   বুধবার (২৮শে আগস্ট) বিকাল ৫ টায় শহরের পরিবহন কাউন্টারের সামনে হতে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের  একাংশের আয়োজনে  এ  আনন্দ মিছিলটি বের হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় পরিবহন কাউন্টারের সামনে গিয়ে শেষ হয়। এর আনন্দ মিছিল পূর্ববর্তী   আলোচনা সভায় জেলা যুবদলের সাবেক  সভাপতি আবুল হাসান হাদী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক  শেখ মাছুম বিল্লাহ শাহীন,  জেলা যুবদলের সমন্বয়ক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, জেলা যুবদলের সহ সমন্বয়ক ফরিদুজ্জামান ফরিদ, আলিমুজ্জামান আলিম,  শহর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন,
সদর থানা যুবদলের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান,  সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, জেলা কৃষকদলের সাবেক সভাপতি আহসানুল কাদির স্বপন, পৌর স্বেচ্ছাসেবক দলনেতা শিবলু রহমান, রুহুল আমিন প্রমুখ । অনুষ্ঠানে   বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,  স্বৈরাচার শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৭ জন নেতাকর্মীকে দীর্ঘদিন কারাগারে রেখেছিলো। স্বৈরাচার সরকারের পতনের পর হাবিবুল ইসলাম হাবিবসহ সকলনেতাকর্মী জামিন পেয়েছে।  যারা উক্ত মিথ্যা মামলায় জড়িয়েছিলো তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। এসময় বক্তারা আরো বলেন, কোর্টে যেদিন হাবিবুল ইসলাম হাবিবসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়েছিলো , সেদিন বিএনপির নেতাকর্মীদের মিছিলের সামনে আওয়ামীলীগ ও পেছনে পুলিশের পেটুয়া বাহিনীর সদস্যরা প্রতিরোধ করেছিলো। সেদিন বাক স্বাধীনতা ছিলনা। আজ দেশ স্বাধীন, তাই মানুষ স্বাধীনভাবে কথা বলার সাহস পাচ্ছে ।
 যারা ক্ষমতার অপব্যবহার করে  মিথ্যা মামলা
দিয়ে জেল জুলুম চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান বক্তারা । সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সহ-সমন্বয়ক ফরিদুজ্জামান ফরিদ।

Check Also

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি-অধ্যাপক শাহজাহান,সেক্রেটারী বোরহান উদ্দীন মনোনীত এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলার দ্বি-বার্ষিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।