আশাশুনির নওয়াপাড়ায় পরিবারের লোকদের অচেতন করে চুরি

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি(সাতক্ষীরা)।।আশাশুনিতে চেতনানাশক দ্রব্য স্প্রে করে পরিবারের লোকজনকে অচেতন করে দুঃসাহসিক চুরির অভিযোগ পাওয়া গেছে। (২৭আগস্ট )মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে জলিল উদ্দীন ঢালীর বাড়িতে উক্ত চুরির ঘটনা ঘটে।
মৎস্য চাষী জলিল উদ্দীন ঢালী ঘটনার রাতে মৎস্য ঘেরে ছিলেন। বাড়ির লোকজন রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় পিছনের জানালার গ্রীল ভেঙে ভিতরে ঢোকে। এরপর জলিল ঢালীর ছেলে মনিরুজ্জামান পলাশের কক্ষে চেতনানাশক স্প্রে করলে পলাশ ও তার স্ত্রী অচেতন হয়ে যায়। এসময় চোরেরা ঘরের আলমারীসহ বিভিন্ন জায়গা থেকে নগদ টাকা,স্বর্ণালঙ্কার নিয়ে নেয়। এরপর
জলিল ঢালীর স্ত্রীর কক্ষে ঢুকে কানের দুল নেওয়ার সময় তিনি জেগে গিয়ে কে কে বলে চিৎকার করলে চোরেরা দ্রুত পালিয়ে যায়। চোরেরা ঘরের কাগজপত্র, কাপড় চোপড়সহ অন্যান্য মালামাল তছনছ করে। এরিপোর্ট লেখা পর্যন্ত পলাশের স্ত্রী সামান্য চেতনা ফিরে পেলেও পলাশের চেতনা ফেরেনি।
অপরদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনেকগুলো বাড়িতে অজ্ঞান করে চুরির ঘটনা ঘটে আসছে। এতে মানুষের মনে হতাশা ও ভীতির সৃষ্টি হয়েছে। এলাকাবাসী আইন প্রয়োগকারী সংস্থাসহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Check Also

ডিসেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এল ২ বিলিয়ন ডলার

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে বৈধ পথে ২০০ কোটি  মার্কিন (২ বিলিয়ন) ডলারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।