আশাশুনিতে সকল মাদ্রাসা প্রধানদের সাথে ইউএনও’র মতবিনিময়

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি(সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার সকল মাদ্রাসার প্রিন্সিপাল/ সুপারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসা সমূহের সভাপতি কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ হাসানুজ্জামান, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আশাশুনি আলিয়া মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওঃ আবুল হাসান, প্রতাপনগর জোন প্রধান মাওঃ মাছুম বিল্লাহ, বসুখালী দাখিল মাদ্রাসার সুপার মাওঃ নজরুল ইসলাম, খরিয়াটি দাখিল মাদ্রাসার সহ সুপার মাওঃ আঃ ওয়াজেদ, শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গুনাকরকাটি কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওঃ আবু তাহের।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় তার বক্তব্যে বলেন-আমার কাছে ফাইল আটকে থাকবেনা, আমি ছুটিতে থাকলে সহকারী কমিশনার (ভূমি) আমার পক্ষে দায়িত্ব পালন করবেন। এখন আপনাদেরকে শিক্ষাদান ও প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমরা সবাই মিলে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। সরকারি তথা শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা যথাযথ ভাবে পালনের মাধ্যমে মাদ্রাসাসমূহকে আদর্শ প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে সচেতনার সাথে করতে হবে। প্রতিষ্ঠানের যে কোন সমস্যা নিয়ে তার সাথে শেয়ার করতে তিনি শিক্ষকবৃন্দকে আহবান জানান।

Check Also

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি-অধ্যাপক শাহজাহান,সেক্রেটারী বোরহান উদ্দীন মনোনীত এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলার দ্বি-বার্ষিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।