বাংলাদেশে গণহত্যার বিষয়ে অনুসন্ধানে আসা জাতিসংঘের মানবাধিকার কমিশন টিমের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার রাজধানীর গুলশানস্থ জাতিসংঘের অফিসে এক বৈঠক হয়। এতে ছাত্র-জনতার মহাবিল্পবকে ব্যর্থ করার জন্য তারা নির্বিচারে যে গণহত্যা চালিয়েছিল, সেটা জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলকে অবহিত করেছে জামায়াত। পাশাপাশি এটাকে জেনোসাইড বা গণহত্যা বলছে এবং জেনোসাইড হিসেবে চিহ্নিত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করারও আহ্বান জানিয়েছে দলটি। এছাড়া এই গণহত্যার বিচারের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের দলে প্রতিও আহ্বান জানায় তারা।
জাতিসংঘের মানবাধিকার কমিশন টিমের আমন্ত্রণে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন দলের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। বৈঠকে নেতৃত্ব দেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয় এশিয়া-প্যাসিফিক সেকশনের প্রধান রোরি মুঙ্গোভেন। প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন, এশিয়া-প্যাসিফিক সেকশনের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা লিভিয়া কসেনজা এবং আলেকজান্ডার জেমস আমির এই জুঙদি। বৈঠক শেষে সাংবাদিকদের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ছাত্র-জনতার মহাবিল্পবকে ব্যর্থ করার জন্য তারা (আওয়ামী লীগ সরকার) নির্বিচারে যে গণহত্যা চালিয়েছিল, সেটাও তাদের অবহিত করেছি। সে সময় হেলিকপ্টার থেকে গুলি করা হয় সাধারণ ছাত্র-জনতার উপর। মনে হয়েছিল, বিদেশীদের সঙ্গে লড়াই হচ্ছে।
Check Also
সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় …