দেবহাটায় বিজিবির অভিযানে ৫কোটি টাকার মাদক আটক

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সাতক্ষীরার দেবহাটা সীমান্ত হতে ৫কোটি টাকার মাদকসহ বিভিন্ন মালামাল আটক করেছে নীলডুমুর ১৭ বিজিবির সদস্যরা। বুধবার (২৮ আগস্ট ২০২৪) রাত সাড়ে ৯টার দিকে উক্ত মালামাল আটক করা হয়।

সাতক্ষীরা নীলডুমুরস্থ ১৭ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ আগস্ট ২০২৪ তারিখ রাত আনুমানিক ৯ টা ৩৫ মিনিটে অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদারের দিক নির্দেশনায় এক অভিযান চালানো হয়।

এসময় ১ কেজি ক্রিস্টাল মেথ আইস, ২৯ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট, ৮ পিস ভারতীয় থ্রী পিচ (সিল্ক), ৬ পিস ভারতীয় শাড়ী (জরজেট), ১৩ জোড়া ভারতীয় শাখা, ১২ পিস ভারতীয় সিঁদুর এবং ১০০ পিস ইমিটেশনের চেইন আটক করতে সক্ষম হয়।

যার মূল্য ৫ কোটি ১ লাখ ৭ হাজার ৪৫০টাকা। এ সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী ব্যক্তি দৌড়ে গ্রামের অভ্যন্তরে পালিয়ে যায়। জব্দকৃত মাদকদ্রব্য সমূহ নিকটস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এবং অন্যান্য মালামাল শুল্ক অফিসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সীমান্তে মাদক, অবৈধ চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি ‘জিরো টলারেন্স নীতি’ কঠোরভাবে অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অধিনায়ক, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) আশ্বস্ত করেন।

Check Also

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি-অধ্যাপক শাহজাহান,সেক্রেটারী বোরহান উদ্দীন মনোনীত এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলার দ্বি-বার্ষিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।