রাজনৈতিক দলগুলোর সাথে ড. ইউনূসের বৈঠক শনিবার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বগ্রহণের পর ড. মুহাম্মদ ইউনূসের সাথে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। তবে এ বৈঠকে আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ উপস্থিত থাকবেন না বলেই ধারণা করা হচ্ছে।

শনিবার (৩১ আগস্ট) বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হওয়া কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, শনিবার বিকেল ৩টায় বৈঠক শুরু হবে। যা চলবে রাত ৮টা পর্যন্ত।

এর আগে, ক্ষমতা গ্রহণের পর গত ৮ আগস্ট রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক হয় ড. ইউনূসের। সেদিন তার সাথে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন। সে দিন ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ বৈঠক করেননি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, ‘দীর্ঘ সোয়া ঘণ্টা বৈঠক হয়েছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা আশাবাদী, অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তাদের আন্তরিকতা, দেশপ্রেম , যোগ্যতা দিয়ে খুব দ্রুত একটা দেশে স্থিতিশীল পরিবেশ ফিরে আনবেন। সেইসাথে একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। প্রয়োজনীয় সংস্কার করবেন বলে আমরা বিশ্বাস করি।’

Check Also

সাতক্ষীরা পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারি নির্বাচন

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।