এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি(সাতক্ষীরা)।।আশাশুনি উপজেলার বুধহাটায় জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস মুফতি মাওলানা রবিউল বাশারের আগমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৩০আগস্ট)বেলা সাড়ে ১১টায় বুধহাটা করিম সুপার মার্কেটে উক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস মুফতি মাওলানা রবিউল বাশার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য এডভোকেট আব্দুস সোবহান মুকুল, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,সেক্রেটারি মাওলানা মোশারফ হোসেন, সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট শহিদুল ইসলাম।
অন্যন্যের মধ্যে আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত ড্যানিস, কোষাধ্যক্ষ বাবুল হোসেন, আবু হাসান চঞ্চল, আবু হেনা, ফরিদুর রহমান ফরিদ, রুহুলামিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Check Also
সাতক্ষীরা পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারি নির্বাচন
মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …