রাজধানীর উত্তরায় সাবেক গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান হারুন-অর-রশিদ ওরফে ডিবি হারুনের অবস্থান সন্দেহে একটি বাড়ি ঘেরাও করে রাখে স্থানীয় ছাত্র-জনতা।
পুলিশের একটি সূত্র বলছে, গোপণ সংবাদের ভিত্তিতে ওই বাড়িটিতে রাত নয়টার দিকে অভিযান চালানো হয়। খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে এবং বাড়ির সামনে পুলিশের গাড়ি দেখতে পেয়ে স্থানীয় কয়েকশ মানুষ বাড়ির সামনে জড়ো হতে শুরু করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে সেনাবাহিনীর টিমও ঘটনাস্থলে যায়।
অপর একটি সূত্র জানায়, ওই বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে ডিবি হারুন আত্মগোপনে রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। বাড়িটি ডিবি হারুনের মামার বাড়ি বলে জানিয়েছে স্থানীয়রা। এসময় স্থানটিতে ডিম নিয়ে অনেককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আমাদের টিম রাত নয়টা থেকেই সেখানে আছে, সেনাবাহিনীর টিম ছিল। রাত সাড়ে এগারটায় অভিযান সমাপ্ত করা হয়েছে। তল্লাশী করে আমরা কাউকে পাইনি।
উল্লেখ্য যে, পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুন-অর-রশিদ ওরফে ডিবি হারুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অন্যতম সহযোগী ছিল। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এরই মধ্যে একাধিক হত্যা মামলা ও গুম-খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।