ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা ট্রাক ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ খুলনা -৭৬৪) এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১০ টায় নারিকেলতলাস্থ ইউনিয়নের চত্বরে শেখ মিলন রহমানের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শ্রমিকদের সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক দলের সহ যুগ্ম সাধারন সম্পাদক মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার।এসময় শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন অত্র শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুর রকিব, সদস্য আব্দুল কুদ্দুস, মজনু রহমান, শাহজাহান আলী, মোঃ খবির উদ্দীন প্রমুখ। সভায় সকল সদস্যদের সম্মতিতে বিগত কমিটির বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব গৃহীত ও অনুমোদিত হয়। এবং সবর্সম্মতিতে গঠনতন্ত্রের ৩২” ছ” ধারা মোতাবেক মো. খবির উদ্দীনকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া শ্রমিকদের সম্মতিতে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুস সামাদকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান করে পাঁচ সদস্য বিশিষ্ট্য নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। উক্ত নির্বাচন পরিচালনা কমিটি আগামী ১০ /১০ / ২০২৪ তারিখ অত্র সংঘটনের ত্রি- বার্ষিক সাধারণ নির্বাচনের দিন নির্ধারণ করেন। সাধারণ সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্রমিকদের সংগঠন শ্রমিকরা পরিচালনা করবেন। একটি সংগঠন চালাতে অবশ্যই নির্বাচন দিতে হয়। নির্বাচন ব্যবস্থা ছাড়া স্বৈরাচারী পন্থা হিসেবে পরিগনিত হয়।
Check Also
বাংলাদেশে একটি সফল ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখি: মুহাঃ ইজ্জতউল্লাহ
সাতক্ষীরা সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জতউল্লাহ বলেছেন, প্রত্যেক …