নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা নাগরিক প্লাটফর্মের সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্মের ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সিদ্দিকুর রহমান। প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে কার্যক্রমের লক্ষ্য-উদ্দেশ্য আলোচনা করেন প্রকল্পের ক্লাষ্টার কো-অর্ডিনেটর শেখ জার্জিস উল্লাহ। জেলা সমন্বয়কারী মাসুদ রানা মাঠপর্যাযের কার্যক্রম এবং আগামী পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বর্তমান পরিস্থিতিতে করণীয় এবং আহবায়ক কমিটি বর্ধিতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, স্বদেশ-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, প্রথম আলো নিজস্ব প্রতিনিধি কল্যান ব্যানার্জী, এড. নাজমুন নাহার ঝুমুর সাংবাদিক এম কামরুজ্জামান, নাজমুল আলম মুন্না ও মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, উদীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী দাস,কর্ণ বিশ্বাস ওরফে কেডি, ফারজানা রাহুল মুক্তি, এড. সেলিনা আক্তার, মফিজুল ইসলাম প্রমুখ। সভায় মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জ সমূহ এবং চ্যালেঞ্জ মোকাবেলায় সুপারিশ ও বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। সভায় জেলার ৭টি উপজেলার সিএসও প্রতিনিধিরা তাদের মতামত ব্যক্ত করেন। বক্তারা উল্লেখ করেন যে, বর্তমান সামাজিক অস্থিরতার মধ্যে যুবদের উদ্বুদ্ধ করে সমাজে শান্তি শৃংখলা প্রতিষ্ঠা করার উদ্যোগ খুবই সময়োপযোগী সিদ্ধান্ত। সভায় উপস্থিত সদস্যরা সমাজের সকল শ্রেণীপেশার মানুষকে এই আন্দোলনে যুক্ত হওয়ার উদাত্ত আহবান জানান এবং আস্থা প্রকল্পের সাফল্য কামনা করেন।
Check Also
২০২৫-২০২৬ সেশনের কালিগঞ্জ উপজেলা জামায়াতের ০৯টি ইউনিয়নের আমীরগণের শফথ গ্রহণ
ড. মিজান সাংবাদিক কালিগঞ্জ: আজ ২২ ডিসেম্বর বিকাল ০৪ টায় উপজেলা জামায়াত অফিসে ০৯ টি …