আশাশুনিতে ছাত্র শিবিরের পৃথক ২টি শব্বেদারী অনুষ্ঠা
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার প্রতাপনগর ও বুধহাটা ইউনিয়নে ইসলামী ছাত্রশিবিরের পৃথক দুটি শব্বেদারী অনুষ্ঠান করা হয়েছে।
বৃহস্পতিবার দিনগত রাতে ও শুক্রবার সকালে অনুষ্ঠান দুটির আয়োজন করা হয়।
আশাশুনি উত্তর শাখা ছাত্র শিবিরের আয়োজনে প্রতাপনগরে ও বুধহাটা ইউনিয়নের বেউলা গাজীর মাঠ বাজার মসজিদে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-থানা সভাপতি মোকলেছুর রহমান। প্রধান অতিথি ছিলেন জামায়াতের জেলা কর্ম পরিষদ সদস্য ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন-জামায়াতের বুধহাটা ইউনিয়ন আমীর মাওঃ আব্দুল ওয়াদুদ, ছাত্রশিবির জেলা শাখার প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।
শব্বেদারী অনুষ্ঠানে ইবাদত, তাহাজ্জত নামাজ ও নৈশ ইবাদতের উপর বিস্তারিত আলোচনাসহ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।