এস, এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি(সাতক্ষীরা)।। আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে রবিবার(১সেপ্টেম্বর) বিকাল ৫ টায় দলীয় কার্যালয়ে উক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর আবু মুসা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার মুর্তাজা,থানা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আনারুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বাবলুর রহমান,আবুল কাশেম, আব্দুল আজিজ, সাইফুল্লাহ আমিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল হাই। বৈঠকে সেপ্টেম্বর মাসের কাজের পরিকল্পনা, কর্মীদের মান উন্নয়ন, সমাজসেবা মমূলক কার্যক্রম বৃদ্ধি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
Check Also
আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি-অধ্যাপক শাহজাহান,সেক্রেটারী বোরহান উদ্দীন মনোনীত এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলার দ্বি-বার্ষিক …