ভারতের বাজারে দেশীয় পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জনে অনেকটা এগিয়ে ভোমরা বন্দর। চলতি ২০২৩-২৪ অর্থ বছরে ভোমরা বন্দর দিয়ে প্রায় ৩ লক্ষ মেট্রিক টন দেশীয় পণ্য রপ্তানি হয়েছে ভারতে। রপ্তানিকৃত পণ্য থেকে দেশীয় মুদ্রায় ৫ হাজার কোটি টাকা উপার্জন করতে সক্ষম হয়েছে এ বন্দর। ভোমরা কাস্টম সংশ্লিষ্ট শাখা থেকে এ তথ্য জানা গেছে। বৈদেশিক মুদ্রা উপার্জনের লক্ষ্যে এবং রপ্তানি বাণিজ্য গতিশীল করার মানসে দেশের শীর্ষ ব্যবসায়ীরা ভোমরা বন্দরকে ব্যবহার করছে। বন্দর সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছেন, ভোমরা বন্দরে বাণিজ্য বান্ধব অনুকূল পরিবেশ বজায় থাকায় দেশের শীর্ষ রপ্তানি কারক ব্যবসায়ীরা রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে এ বন্দরটিকে বেছে নিয়েছে। রপ্তানি বাণিজ্য গতিশীল করতে এ বন্দরটি রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বর্তমানে দেশীয় পণ্য রপ্তানিতে দখল করে নিয়েছে ভারতের বাজার। ফলে প্রতিদিন এ বন্দর দিয়ে শতাধিক রপ্তানী পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে। রপ্তানিযোগ্য পণ্যের মধ্যে রয়েছেÑ শিশু খাদ্য, তেল, প্রসাধনী দ্রব্য, প্লাস্টিক চেয়ার, চামড়ার ব্যাগ, গার্মেন্টস সামগ্রী, ওয়েস্ট কটন এবং মশারিসহ বিভিন্ন পণ্য সামগ্রী। স্থানীয় ব্যবসায়ীরা জানান, যোগাযোগ ব্যবস্থায় দূরত্ব কম এবং পণ্য পরিবহন ব্যয় কম হওয়ায় শীর্ষ রপ্তানি কারক ব্যবসায়ীরা এ বন্দরটিকে বেশি গুরুত্ব দিচ্ছে। ভোমরা বন্দর আমদানি রপ্তানি কারক এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং দারিদ্র বিমোচনের ক্ষেত্রে রপ্তানি বাণিজ্যের উপার্জিত অর্থ উল্লেখযোগ্য ভাবে সহায়ক ভূমিকা রাখতে পারে।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …