শিবির নেতা হত্যার ঘটনায় সাতক্ষীরায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও এসপির বিরুদ্ধে হত্যা মামলা

আবু সাইদ বিশ্বাস , সাতক্ষীরাঃ সাতক্ষীরার দেবহাটায় যৌথবাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই শিবিরকর্মী হত্যার ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাবেক এসপি চৌধুরী মঞ্জুরুল কবিরসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার দুপুরে সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি ৭ নম্বর আদালতে নিহত মারুফ হোসেনের ভাই মোঃ মোকফুর হাসান বাদী হয়ে এ মামলা করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানায় এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।
মামলার অন্যান্য আসামি হলেন সাবেক সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মনিরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মনিরুজ্জামান, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস, উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক, মজিবর রহমান,পিতা- মাদার আলী , মোঃ আছাদুল হক, পিতা- মৃত আদল মিয়া , মঞ্জুরুল ইসলাম মঞ্জুর পিতা- আঃ খালেক, এস.আই শেখ আলী আকবর, এস.আই , তপন কুমার সিংহ, এস.আই মোঃ ইউনুস আলী গাজী, এস.আই ,তানভীর হাসান, পি. এ.এস.আই, মদন মোহন অধিকারী, এ.এস.আই, দেবাশীষ অধিকারী, এ.এস.আই, শফিকুল ইসলাম, রোকন উদ্দীন, নাঃ- ১৬৩, জাহাঙ্গীর, কং- ৬১৬,আঃ সালাম, কং- ৬৬১,জামিরুল ইসলাম, কং- ৬৪১, গৌতম সাহা, কং- ৩৫৯,মাহাফুজুল হক, কং- ৩৭৪,আঃ মজিদ, কং- ৪৯৩,আনোয়ার, কং- ৭১৭, রেজাউল, কং- ৩৯৯,ইব্রাহিম খলিল, কং- ১৮৪,আবু জাফর, কং- ১৩৭,মঞ্জুরুল, কং- ২৯৫,নূর ইসলাম, কং- ৬২৬,মেহেদী, কং- ১১৩,ইসমাইল, কং- ৪১৭,শাহনেওয়াজ, কং- ৪৭৭,আব্দুল্লাহ, কং- ৭৬৮, কামাল, কং- ৭৬৪,সৌমিত, কং- ৫৭২, মেজর আহম্মেদ হোসেন সোহেল,ডিএডি ওয়াফি হাঃ শহীদ, নাঃ মেহেদী ,সামীম, সৈনিক , হোসেন, সৈনিক ,খালিদ, কং জামাল, সৈনিক, গোলজার, সুবেদার ,খসড়, নাঃ,মঞ্জু মোল্যা, ল্যাঃ নাঃ , জসিম, সিঃ, মিজান, সিঃ,রেজাউল হক, মোঃ মোশারফ হোসেন ,মোঃ মনিরুজ্জামান মনি , রাশিদুল ইসলাম, স.ম গোলাম মোস্তফা ,মোঃ মান্নান হোসেন, সুভাস ঘোষ, মোঃ আরিফ বিল্লাহ, মাহবুব আলম খোকন,শহীদুল্লাহ গাজী, মোঃ নজরুল ইসলাম, ফারুক হোসেন রতন , মিজানুর রহমান , নির্মল কুমার মন্ডল , আকবর আলী , মোঃ আছরপ গাজী, আকিনুর গাজী,
মামলা সূত্রে জানা গেছে, গত ২০১৪ সালের ২৬ জানুয়ারি দেবহাটায় গ্রেফতারের পর ছাত্র শিবিরের দুই নেতা মারুফ হোসেন (২৪) ও আবুল কালাম (২২) কে গুলি করে উল্লিখিত ব্যক্তিদের সহযোগিতায় পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে। সে সময় রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন থাকায় মামলা করার সাহস পায়নি। তবে শেখ হাসিনার পদত্যাগের পর পরিস্থিতি অনুকূলে আসায় ন্যায়বিচার পাওয়ার দাবিতে মামলা রুজু করেছেন বলে বাদী নিহত মারুফ হোসেনের ভাই মোঃ মোকফুর হাসান । বাদী পক্ষের আইনজীবী মো. হাফিজুর রহমান বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানায় এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।

 

Check Also

রইছপুর আদর্শ দাখিল মাদ্রাসার উদ্যোগে সরকার ঘোষিত ” তারণ্যে উৎসব ” ও পিঠা উৎসব শুরু হয়েছে

মুহাম্মদ অলিউল্যাহ, (রইছপুর) সাতক্ষীরা :বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় সাতক্ষীরা সদরের রইছপুর আদর্শ দাখিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।