পোরশা উপজেলা ছয় কৃষকের ২৪ বিঘা জমি দখলের অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় এক নেতার বিরুদ্ধে। এ ব্যাপারে ওই ছয় কৃষক পৃথকভাবে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত ওই নেতার নাম তৌফিক শাহ। তিনি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি।
অভিযোগের বিষয়ে তৌফিক শাহ্ বলেন, ‘২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ছত্রছায়ায় আওয়ামী লীগের লোকজন আমার বেশ কিছু জমি দখল করে নেয়। এতদিন অন্যায়ভাবে তারা আমার জমি দখল করে আসছিল। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দখলকারীরা সবাই আত্মগোপনে চলে গেছেন। আমি কোনো জমি দখল করতে যাইনি। দলীয়ভাবে আমাকে হেয় করার জন্য আমার রাজনৈতিক প্রতিপক্ষ মোজ্জাম্মেল শাহ্ চৌধুরীর ইন্ধনে ওই ছয় কৃষক আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।’
উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল শাহ্ চৌধুরী বলেন, অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে পদক্ষেপ নেওয়া হয়।