এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি(সাতক্ষীরা)।।আশাশুনি উপজেলা যুব বিভাগের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় যুব বিভাগের অস্থায়ী কার্যালয়ে উক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি ডাক্তার রোকনুজ্জামান এর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন-যুব বিভাগের প্রধান উপদেষ্টা সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুর সবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আবু মুছা তারিকুজ্জামান তুষার, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা মোশারফ হোসেন, মাওলানা রুহুল কুদ্দুস প্রমুখ। যুব বিভাগের উপজেলা সেক্রেটারি আজহারুল ইসলামের পরিচালনায় বৈঠকে আগামী ১৩ সেপ্টেম্বর শুক্রবার উপজেলা যুব সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সমাবেশে এগারো ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সহ সকল কর্মী সমার্থক ও সদস্যদের কে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা সভাপতি ডাক্তার রোকনুজ্জামান।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …