সাতক্ষীরায় ৮ ওএমএস ডিলারের লাইসেন্স স্থগিত

সাতক্ষীরা শহরে ১৩জন ওএমএস ডিলারের মধ্যে আটজনের লাইসেন্স স্থগিত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এতে করে হাজারো শ্রমজীবী মানুষ পড়েছে মহা বিপাকে। জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে জানা যায়, সরকার কর্তৃক অসহায় দুস্থ দিনমজুর ও খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে খোলা বাজারে ওএমএস ডিলারের মাধ্যমে জনপ্রতি পাঁচ কেজি চাল ও ৫কেজি আটা সাশ্রয় মূল্যে কিনতে পারবে, চালের কেজি ৩০টাকা ও আটার কেজি ২২টাকা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোর পাঁচটা থেকে এইসব শ্রমজীবী মানুষ লাইনে দাঁড়িয়ে থেকে বেলা ৯টায় ডিলারের মাধ্যমে এক একজন ৫কেজি চাল ও ৫কেজি আটা ক্রয় করে। আবার অধিকাংশ মানুষ চাল বা আটা না পেয়ে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরে যায়। কারণ একজন ডিলার ১৮০জন মানুষকে চাল এবং আটা দিতে পারেন। কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকে তিন থেকে ৪০০ মানুষ বাকি মানুষগুলো ফিরে চলে যায়। এক্ষেত্রে এই শ্রমজীবী মানুষগুলো বরাদ্দ বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু বরাদ্দ না বাড়িয়ে ৮জন ডিলারের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ফলে বিপাকে পড়েছে নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষ। তেরোজন ডিলারের মাধ্যমে মালামাল দেওয়ার দাবি জানান তারা। সাতক্ষীরা শহরের কলেজ রোড এলাকার বৃদ্ধা মঞ্জিলা জানান, আমি হাঁটতে পারি না। কষ্ট করে কাছাকাছি এই ডিলারের থেকে মালামাল কিনি। আমি এখন অন্য জায়গায় গেলেও তো মালামাল পাবোনা। কারণ ওখানে তো ২০০জনের জায়গায় ৬ থেকে ৭শত লোক হবে। লাইনে দাঁড়িয়েও মালামাল পাবোনা।
বাবু নামের একজন বলেন, আমরা মুনজিতপুরের এক ডিলারের কাছ থেকে প্রতিদিন লাইনে দাঁড়িয়ে চাল এবং আটা তুলি এবং তা দিয়ে আমাদের সংসার চলে। আমরা এখন কার কাছ থেকে মালামাল কিনব, অন্য জায়গায় গেলে তো আমরা মাল পাবোনা। আমাদের ক্ষতি হয়ে গেলো। হাজার হাজার খেটে খাওয়া মানুষ পড়েছে মহা বিপাকে।
আজ মঙ্গলবার থেকে ওএমএস পাঁচজন ডিলার সাতক্ষীরা শহরে মালামাল দিবে। তারা হলোÑআইয়ুব স্টোর, মহাসিন স্টোর, খালিদ এন্টারপ্রাইজ, ভাই ভাই স্টোর ও আলাউদ্দিন ট্রেডার্স।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রণ শেখ রিয়াজ কামাল রনি বলেন, আমরা ১৩জন ডিলারের মধ্যে পাঁচজনকে চাল আটা বরাদ্দ দিচ্ছি, কিন্তু পর্যায়ক্রমে ১৩জনকেই বরাদ্দ দিব। এক প্রশ্নের জবাবে বলেন, বরাদ্দ বাড়িয়ে দিব। তিনি আরও বলেন, আগে তো ৬জন ডিলার ছিল, এই ৬জন ডিলারের মাধ্যমে খেটে খাওয়া মানুষরা আটা ও চাল ক্রয় করতেন।

Check Also

আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।