সাংবাদিকদের সাথে সাবেক এমপি গাজী নজরুল ইসলামের মতবিনিময়

(শ্যমনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কর্তব্যরত সাংবাদিকদের সাথে জামায়াত দলীয় সাবেক এমপি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পরিচালনা কমিটির আহ্বায়ক মনসুর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু, পৌর জামায়াতের আশরাফ হোসেন, সাবেক যুবদল নেতা আলম, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ। এসময় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। সাবেক এমপি গাজী নজরুল ইসলাম মতবিনিময় সভায় বক্তব্যের শুরুতে তার নিজের লেখা দুটি বই সাংবাদিকের হাতে তুলে দেন।
এসময় তিনি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকদের রাষ্ট্রের পুনর্গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানান এবং শক্তিধর লেখনীর মাধ্যমে প্রশাসনসহ সকল সেক্টরের যাবতীয় অনিয়ম দুর্নীতি দেশবাসীর সামনে তুলে ধরে, আদর্শ রাষ্ট্র গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।

Check Also

রইছপুর আদর্শ দাখিল মাদ্রাসার উদ্যোগে সরকার ঘোষিত ” তারণ্যে উৎসব ” ও পিঠা উৎসব শুরু হয়েছে

মুহাম্মদ অলিউল্যাহ, (রইছপুর) সাতক্ষীরা :বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় সাতক্ষীরা সদরের রইছপুর আদর্শ দাখিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।