ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী দুঃশাসন অবসানের পর নুতন করে আলোর মুখ দেখল ভোমরা স্থলবন্দর। অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনার দায়িত্বকালে সকল প্রকার পণ্য আমদানির অনুমতি পেলেন আমদানিকারক ব্যবসায়ীরা। শুধুমাত্র গুঁড়া দুধ ব্যতীত সকল পণ্য আমদানির অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আমদানি বাণিজ্য সম্প্রসারণ আর রাজস্ব প্রবৃদ্ধি গতিশীল করার লক্ষ্যে ২৭ আগস্ট অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এস.আর.ও. নম্বর ২৯৭-আইন /২০২৪/৮৯ কাস্টমস আইন ২০২৩ সনের ৫৭নং আইন এর ধারা ৮ এর উপধারা-১ এ প্রদত্ত ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করে। বহুদিনের প্রতীক্ষিত প্রত্যাশায় বুক বেঁধে ছিল ব্যবসায়ীরা। আজ তার বাস্তব প্রতিফলন ঘটায় ব্যবসায়ীরা ভাসছে আনন্দের জোয়ারে। সকল পণ্য আমদানির অনুমতির সুখবর এখন ব্যবসায়ীদের মুখে মুখে। খুশির খবরে আগামীকাল বুধবার সকাল ১০টায় ভোমরা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের নবগঠিত এডহক কমিটির উদ্যোগে বন্দর সংশ্লিষ্ট সকল সিএন্ডএফ এজেন্ট, শ্রমিক সংগঠন সিএন্ডএফ কর্মচারী এ্যাসোসিয়েশন, আমদানি রপ্তানি কারক এ্যাসোসিয়েশন এবং সকল ট্রান্সপোর্ট সমিতির কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের এডহক কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোহাম্মদ অহিদুল ইসলাম, বর্ণাঢ্য এ আনন্দ র্যালির নেতৃত্ব দিবেন এডহক কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। আনন্দঘন মুহুর্তে বর্ণাঢ্য আনন্দ র্যালিটি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্মুখস্থ বন্দর সড়ক দিয়ে বের হয়ে বন্দর এলাকা পরিদর্শন শেষে শুল্ক স্টেশন সংলগ্ন সড়কে এসে শেষ হবে। এখানে এক পথ সভায় বক্তব্য রাখবেন সকল সংগঠনের নেতৃবৃন্দ। জাতীয় রাজস্ব বোর্ড কতৃক অনুমোদিত সকল পণ্যের মধ্যে রয়েছে, গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছ-গাছড়া, বীজ, গম, পাথর, স্টোন এন্ড বিল্ডার্স, কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে, ব্যবহার্য কাঁচাতোলা, চাল, মসুর ডাল, কোয়ার্টজ, তাজাফুল, খৈল, গমের ভূসি, ভুট্টা, চালের গুড়া, সয়াবিন কেক, শুটকিমাছ, (প্যাকেটজাত ব্যতীত), হলুদ, জীবন্ত মাছ, হিমায়িত মাছ, পান, মেথি মাছ, চিনি, মসলা, জিরা, মোটর পার্টস, স্টেইন লেস স্টিলওয়্যার, রেডিও, টিভি পার্টস, মার্বেল স্লাব, তামাক ডাটা (প্রতিষ্ঠিত মূসক নিবন্ধিত বিড়ি উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক কাঁচামাল হিসেবে আমদানীয়), শুকনা তেঁতুল, ফিটকিরি, এ্যালুমিনিয়ামের টেবিলওয়্যার ও কিচেনওয়্যার, আগরবাতি, জুতার সোল, শুকনা কুল, ফ্লাই অ্যাশ, তাজা ও শুকনা ফলমূল, সকল প্রকার তাজা সবজি, শুকনা মরিচ, কাঁচা মরিচ, ধনে, সকল প্রকার খৈল,ফায়ার ক্লে, থান ক্লে স্যান্ডস্টোন, মার্বেল চিপস, ডলোমাইট, ফ্লোগোফাইট, ট্যালক, পটাশফেলসপার, গ্রানুলেটেড স্লাগ, সোডা পাউডার, তিল, সরিষা, রেডিমেড গার্মেন্টস, ইমিটেশন জুয়েলারি, সুপারি, হার্ডওয়ার, গ্রানাইট স্লাব, তুলা, সুতা, গাড়ির চ্যাসিস, প্রকল্পের যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, কিসমিস, এলাচ, গোল মরিচ, লবঙ্গ, বিট লবণ, তেঁতুলের বিচি ও জিপসাম।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …