সাতক্ষীরার আশাশুনি উপজেলার মানিকখালী ব্রিজের সামনের মাছের ঘেরের বাসা থেকে গলায় দড়ি দেয়া এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ-ওসি নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, উদ্ধারকৃত মৃত যুবকের নাম রাজা সরদার। আনুমানিক বয়স ২০ বছরের মতো। সে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের শাহিনুর সরদারের ছোট ছেলে।
শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পারে প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যা রাতে রাজা বাড়ি থেকে বের হয় ঘের চৌকি দেয়ার জন্য। কিন্তু (শুক্রবার) সকাল পেরিয়ে গেলেও বাসায় না ফেরায় রাজার বড় ভাই বাদশা ডাকতে গিয়ে দেখে ঘেরের ছোট্ট বাসার দরজার নিকটস্থ মাটিতে পড়ে আছে ভায়ের মরদেহ। এসময় তার গলায় একটি দড়ি বাঁধা ছিল।
ওসি নজরুল জানান, লাশ উদ্ধার করা হয়েছে মরদেহ সুরত হাল ও ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠাতে প্রস্তুত করা হচ্ছে। ময়না তদন্ত ও প্রয়োজনীয় তদন্ত শেষে এর রহস্য উদঘাটন সম্ভব হবে।
তবে মৃতের ভাই বাদশা জানান, তার ভাই হত্যার শিকার হয়েছে বলে মনে করেন তিনি ও তার পরিবার। তারা দ্রুত যথাযথ তদন্ত, কারণ ও দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় নেয়ার জন্য অনুরোধ জানান।