শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা : “বহু ভাষায় শিক্ষার প্রসার :পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৮ ই সেপ্টেম্বর) বেলা ১২ টায় জেলা কালেক্টরেট চত্বর হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান। এসময় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস’র নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সাস’র কর্মসূচি প্রধান খান মো. শাহ আলম,সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার বিএম হাবিবুর রহমান, জেলা প্রোগ্রাম ম্যানেজার মো. কামরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম প্রমুখ। এসময় জেলা, উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন এনডিসি এম এ আকাশ।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …