আ.লীগ নেতাদের দেখামাত্র পেটানোর নির্দেশ যুবদল নেতার

কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের রাস্তায় দেখলে পিটিয়ে মেরে ফেলার নির্দেশনা দিয়ে বক্তব্য দিয়েছেন স্থানীয় যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক। তিনি কুষ্টিয়ার মিরপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানের ভাগনে।

১ মিনিট ২ সেকেন্ডর ওই ভিডিও রফিকুল নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোষ্ট করেছেন। এর পর ফেসবুকে ভাইরাল হয়।

যুবদল নেতা রফিকুল আরও বলেন, ‘বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের কাউকে তিনজন এক সঙ্গে বসতে দেওয়া হয়নি। বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, আমাদের নামে গায়েবি ও নাশকতা মামলা দেওয়া হয়েছে। আমরা সবাই অনেক কষ্ট করেছি। তাই আপনাদের অনুরোধ করে বলব, আপনারা দলের ভেতর কোনো গ্রুপিং করবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবেন।’

এমন বক্তৃতার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে যুবদল নেতা রফিকুল ইসলাম  বলেন, ‘গত ১৫ থেকে ১৬ বছর আমরা নির্যাতনের শিকার হয়েছি। সবার নামে মামলা দেওয়া হয়েছে। বাড়িতে থাকতে পারিনি। ঘুমাতে দেয়নি। ব্যবসা প্রতিষ্ঠানে বসতে দেয়নি। নির্যাতনের শেষ নেই। সেই কষ্টের জায়গা থেকে আবেগে এই কথা (পিটিয়ে মারা) বলেছি। আবার এইটুকু না বললেও হয় না, বলতে হয়। নেতা-কর্মীদের ধরে রাখতে গেলে বলতে হয়।’

তবে এ বিষয়ে জানতে চাইলে মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক বলেন, ‘বিএনপি এই ধরনের বক্তব্যকে সমর্থন করে না। আমাদের এমন কোনো নির্দেশনাও নেই। এটার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

Check Also

সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।