শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরায় শ্রমিক ইউনিয়নের নেতা ও কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক ইউনিয়নের সদস্য ও কর্মচারীবৃন্দ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, সিএ্যান্ডএফ এসোসিয়েশন সহ ছয়টি শ্রমিক ইউনিয়ন অংশ নেয়।
মানববন্ধনে মো: জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রমিকনেতা মো: ওবায়দুল্লাহ, হাদিউজ্জামান বাদশা, লাল্টু, শাজাহান আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ভোমরা ইউনিয়নের আফসার আলী নামের এক প্রভাবশালী ব্যক্তি ও তার ছেলে শামস ইশতিয়াক শোভন হয়রানি করার উদ্দেশ্যে শ্রমিক নেতা হারুনার রশিদ, যুবদলের আহবায়ক মো: নিজাম উদ্দিন, ব্যবসায়ী মো: নাজমুল আলম রিপন সহ বেশ কয়েকজনের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন। অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে অন্যথায় বন্দর অচল করে দিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।#
Check Also
সাতক্ষীরা পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারি নির্বাচন
মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …