সাতক্ষীরায জলাবদ্ধতা: পানিতে লাশ দাফন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ১৩নং লাবসা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গোপিনাথপুর একটি ছোট্ট গ্রাম। হিন্দু, মুসলিম ও খ্রিস্টান মিলিয়ে প্রায় ২০০০ মানুষের বসবাস এই গ্রামে। যার সুবাধে কালক্রমে এই গ্রামে একটি মসজিদ, একটি কবরস্থান, একটি গির্জা, দুটি মন্দির ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। গ্রামের মানুষের একত্র প্রচষ্টায় এই সকল প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলেও জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হতে পারেনি এলাকাবাসী।

প্রতি বছর ৪-৫ মাস জলাবদ্ধ জীবযাবপন করতে হয় গ্রামবাসীর। মুসলিমদের পাঁচ ওয়াক্ত নামাজ, হিন্দুদের পূজা ও খ্রিস্টানদের প্রার্থনার জন্য তাদের স্ব-স্ব ধর্মীয় উপাসনালয়ে যেতে হলে কারো হাঁটু, কারো কোমর সমান পানির মধ্য দিয়ে যেতে হয়। ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে বসতবাড়ির অধিকাংশ সেনিটেশন ব্যবস্থা। যার ফলে ঘা, চুলকানিসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে এলাকার শিশু, বয়স্ক, নারীসহ অধিকাংশ মানুষ। জলাবদ্ধার জন্য বাড়ি বসবাসের অনুপেযোগী হয়ে পড়লে গ্রামের গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয় কয়েকটি পরিবার। কিন্তু তাতেও স্বস্তি মেলেনি তাদের। কারণ বিদ্যালয় মাঠেও হাঁটু পানি। স্কুলের যাতায়াত পথে শিক্ষার্থীদের কোমর সমান পানি।

আজহারুল ইসলাম বাচা বলেন, কোন রকম মাথা গোজার মতো জায়গা পেয়েও অনেক কষ্টে বসাবাস করছি আমরা। এই দুর্বিসহ পরিস্থিতির মধ্যে ১০-০৯-২০২৪ তারিখে সকাল ১১.৩০টার সময় মৃত্যুবরণ করেন আব্দুল হাকিম (৭০) নামের একজন বাসিন্দা। (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার মৃত্যুর পর কবরস্থ করার জন্য বিপাকে পড়ে তার আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী। কারণ এলাকার একমাত্র কবরস্থানও জলাবদ্ধতার কবলে। চতুর্দিকে পানি, মাঝখানে দ্বীপের মতো একটু মাথা উঁচু করে আছে কবরস্থানটি। এই পরিস্থিতিতে কোন উপায় না পেয়ে কবরস্থানে কিছুটা মাটি খুড়ে কাঠ দিয়ে কফিনের মতো তৈরি করে তার ভিতরে লাশ রেখে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার আসরের নামাজের পর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুম আব্দুল হাকিমের নাতি হাফেজ মো. আবু রায়হান।

এ ব্যাপারে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান, বেতনা নদীর নাব্যতা কম থাকায় একটি গেট খুলে দেওয়ার কারণে গ্রামের ভিতরে পানি প্রবেশ করে। কিন্তু পরবর্তীতে সেই গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এখন বেতনা নদী দিয়ে পানি নিষ্কাশন করতে গেলে নদী গভীর করে খনন করতে হবে। আর এই মুহূর্তে পানি কমাতে হলে স্যালোমেশিনের মাধ্যমে পানি সেচে কমাতে হবে। আর না হয় বাইপাস দিয়ে প্রত্যেকটা ঘেরের বেড়িবাধ কেটে খেজুরডাঙ্গা কাটা খালে এই পানি নিয়ে যেতে হবে। গত বছর উক্ত দুই পদ্ধতিকে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হলেও এবছর ইউপি চেয়ারম্যান, মেম্বর বা এলাকাবাসী কারোরই কোন রকম পদক্ষেপ নিতে দেখা যায়নি।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।