সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা মৎস্যঘেরে যাওয়ার পথে আবুল কাশেম (৪০) নামের এক মৎস্যচাষির বজ্রপাতে মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে বাড়ি থেকে মৎসঘেরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
সে উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত বাবুর আলীর ছেলে।
স্থানীয় রমজান আলী বলেন, আমি খালে মাছ ধরছিলাম। তাকে দ্রুত আমার পাশ কাটিয়ে তার ঘেরের দিকে যেতে দেখি। ঘেরের কাছাকাছি পৌছালে আকর্ষিক বজ্রপাত হলে সে মাটিতে লুটিয়ে পড়ে। দুর থেকে ধোয়া মতো উড়তে দেখি সেই সময় আশে পাশের লোকজন কে বলি। পরে গিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তার বাড়িতে খবর দেই। সাথে সাথে তাকে চিকিৎসায় জন্য নিয়ে যাওয়া হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত, ওসি) ইদ্রিসুজ্জামান জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।