রুহুল কুদ্দুস, সাতক্ষীরা :সাতক্ষীরায় ধর্মীয় নেতাদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কারিগরি সহায়তায় গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে বে সরকারী উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে সাতক্ষীরা সদর উপজেলার ধর্মীয় নেতাদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার শুয়াইব আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মোঃ আসাদুল্লাহ, এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সাতক্ষীরা সদর উপজেলার নিকাহ রেজিস্টারের সভাপতি শেখ মাহবুবুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলার ইমাম পরিষদের সেক্রেটারি হাফেজ কাজী আছাফুর রহমান,পলাশ পোল আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মমিনুল ইসলাম শামীম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পাবলিক হেলথ কো-অর্ডিনেটর রাইয়ান কবির,ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর আফরোজা আক্তার বানু,টেকনিক্যাল অফিসার নাজনীন নাহার, সাতক্ষীরা সদরের প্রজেক্ট অফিসার আব্দুল্লাহ ওমর নাসিফ, সিনিয়র কমিউনিটি ফ্যাসিলিটেটর রুমিচা খাতুন, কমিউনিটি ফ্যাসিলিটেটর রুহুল কুদ্দুস এছাড়া সাতক্ষীরা সদরের ইসলামিক ফাউন্ডেশন এর সকল ধর্মীয় নেতা বৃন্দ এ সময় বক্তারা বলেন ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্ট আমাদেরকে গত তিন বছর যাবত সংগঠিত করে রেখেছে অবশ্যই থাকবে আগামীতেও যেন আমরা সবাই সংগঠিত ভাবে থাকতে পারি এবং এলাকা যৌন প্রজনন ও স্বাস্থ্য অধিকার এবং বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারি।এ সময় ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার বলেন এই কমিউনিটি আমাদের এখানের যাবতীয় ভাল কাজ আমাদের করতে হবে এবং আমরা যারা ধর্মীয় নেতা আছি তাদের কথা এলাকার সবাই মেনে চলে এইজন্য বাল্য বিবাহ প্রতিরোধে আমাদের ভূমিকা রাখা উচিত এবং নারীর যে অধিকার ইসলামে আছে তা বজায় রাখার জন্য জুম্মার খুতবায় আলোচনা করা উচিত।
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …