শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উদযাপন ও ২য় টাকিতে প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে মতবিনিময় সভা

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা): শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন, বিসর্জন ও ২য় টাকি অনুষ্ঠানের, সুষ্ঠু সফল আয়োজনের উদ্দেশ্যে, মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২১শে সেপ্টেম্বর) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ফলশ্রুতিতে, সরকার পতনের পর দেশে, একদিকে স্বচ্ছতা ফুটে উঠেছে। অন্যদিকে বিভিন্ন নামধারীরা দুর্ঘটনা ঘটিয়ে চলেছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীরা ভীষণ উদ্বিগ্ন ও চিন্তিত হয়ে পড়েছেন। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভীতি কাজ করছে।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে সচিব রিয়াজুল ইসলামের সঞ্চালনায়, মতবিনিময় ও পরামর্শ ভিত্তিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মৃণাল কান্তি বিশ্বাস, ইউপি সদস্য মুকুন্দকুমার বিশ্বাস, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, জি এম আব্দুর রউফ, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম, বুড়িগোয়ালিনী জামাত ইসলামের সাধারণ সম্পাদক ও শিক্ষক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর এ অঞ্চলের সনাতন সম্প্রদায় ভীতু সন্ত্রস্ত বোধ করছে। আমরা মানুষ, মানবিকতা আমাদের বড় ধর্ম। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমরা একসাথে মিলেমিশে থাকতে চাই। আর্থিক, প্রশাসনিক, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে স্পেশাল টিম, আনসার বাহিনীর সহ যাবতীয় সাপোর্ট দেয়ার আশ্বাস জানান। বিগত দিনে দ্বিতীয় টাকি অনুষ্ঠানটি তিনটি ইউনিয়নের সমন্বয়ে চলে এসেছে। তিনি আরও বলেন, এবার গাবুরা, বুড়িগোয়ালিনী, আটুলিয়া, পদ্মপুকুর চারটি ইউনিয়ন সম্মিলিতভাবে বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবার্টি নামক স্থানে ২য় টাকিতে প্রতিমা বিসর্জ্জন অনুষ্ঠান সফল করার জন্য যথার্থ অবদান রাখবেন বলে হিন্দু ধর্মালম্বী ভাইদেরকে আশ্বস্ত করেন।

Check Also

সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।