কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কৃষ্ণনগর বাজার মোড়ে কালিগঞ্জ থানা পুলিশ এ মতবিনিময় সভার আয়োজন করে। সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আমি জেলার মধ্যে এই প্রথম কোন ইউনিয়নে মতবিনিময় করছি। ইউনিয়নটির অনেক তথ্যই আমার কাছে রয়েছে। এই ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজ ও অনিয়ম বিশৃঙ্খলামুক্ত মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিতে পুলিশ প্রশাসনের সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে অপরাধ দমনে সহযোগিতার আহবান জানান।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান ও মো. আমিনুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী উপজেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি অধ্যাপক মাওলানা নুরুজ্জামান হাবিবি, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোস্তফা ইউসুফ আলম, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জিএম রবিউল্যাহ বাহার, কৃষ্ণনগর বিএনপির আহবায়ক আব্দুল আজিজ গাইন, আল মাহমুদ ছোট্ট, শহিদুল ইসলাম, কৃষ্ণনগর পূজা ম-পের সভাপতি ডা. দিপক কুমার প্রমুখ।
Check Also
শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন
আহসান হাবীব: শহরঃ শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন। সাতক্ষীরায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শীতের তীব্রতা …