অর্থ আত্মসাতের অভিযোগে কালিগঞ্জের আব্দুল করিমসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোটারঃ বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগে চার প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন তারালী গ্রামের আশরাফ হোসেনের ছেলে মোঃ মারুফ হোসেন (৩৩)।
সোমবার সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৩ এর আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক সালাউদ্দীন বাদির লিখিত অভিযোগ আমলে নিয়ে বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী আইন ২০১৩ এর ৩১/৩৬ ধারা মতে এজাহার হিসেবে গণ্য করে পিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
মামলার আসামীরা হলেন, কালিগঞ্জ থানাধীন গান্ধুলিয়া এলাকার আশরাফ হোসেনের ছেলে আব্দুল করিম ও আব্দুল করিমের জং ময়না বেগম, ঢাকার আশুলিয়া জিরাবো ১৩৪১ নং এলাকার নূর মোহাম্মাদের মেয়ে ছাবিনা ইয়াছমিন ও ছেলে তানভীর হোসেন।
মামলার বিবারল সূত্রে প্রকাশ গত ৮ সেপ্টেম্বর আসামীরার বিদেশে পাঠানোর নাম করে আমার কাছ থেকে ৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। ২নং আসামী ১নং আসামীর ১ম স্ত্রী, ৩নং আসামী ১নং আসামীর ২য় ৪নং আসামী ১০ই আসামীর স্যালোক হইতেছে। আসামীগন পরপর আপন আত্মীয়। তারা প্রতারক, প্রতিশ্রুতি ভঙ্গকারী ও বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে অর্থ আত্মসাতকারী ব্যক্তিবর্গ হইতেছে। ১নং আসামী সৌদি আরবের মক্কা শহরে চাকুরী করেন। ১নং আসামী আমাকে মক্কা শহরে ভাল চাকুরী দিতে পারবে বলে নিশ্চয়তা দেন। এরপর আমি নিজে ২ নং আসামীর সাথে কয়েক দফা কথা বলি। ১ ও ২ নং আসামী আমাকে নিশ্চয়তা দিয়ে বলে যে, তুমি আমাদের আত্মীয় তোমার কোন ক্ষতি করবো না। আমি তাদের কথায় বিশ্বাস স্থাপন করি এবং বিভিন্ন সময়ে নগদ টাকা ও চেকের মাধ্যমে ৬ লক্ষ টাকা পরিশোধ করি। এমতাবস্থা আমি, আমার পাওনা টাকা ফেরত পেতে আদালতের কাছে বিচার প্রার্থী।

Check Also

২৮ ক্যারেট অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কালিগঞ্জ থেকে ঢাকায় পাঠানোর প্রস্তুতিকালে ২৮ ক্যারেট অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।