আশাশুনি প্রতিনিধি : আশাশুনির খাজরা হাকিমিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের পদ আঁকড়ে থাকা আবু রায়হানের অপসারনের দাবীতে মানববন্ধন করেছে অভিভাবক বৃন্দ ও এলাকাবাসী।
সোমবার বেলা ১১ টায় উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের সামনে মেইন সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন রবিউল ইসলাম মোড়ল।
বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য মুস্তাফিজুর রহমান সানা, ইউপি সদস্য রবিউল ইসলাম ও ইয়াকুব আলী, দাতা মইনুল ইসলাম মোড়ল, অভিভাবক ছাইফুল ইসলাম, আমিরুল ইসলাম গাজী, বাবুল গাজী প্রমূখ।
বক্তারা বলেন, খাজরা হাকিমিয়া দাখিল মাদ্রাসায় অবৈধভাবে দীর্ঘদিন ভারপ্রাপ্ত সুপার হিসেবে পদ আঁকড়ে রেখেছেন মাদ্রাসার আইসিটি শিক্ষক মু. আবু রায়হান। তিনি মাদ্রাসার সাবেক সুপার আব্দুল হাকিমের ছেলে। সুপার আব্দুল হাকিম অবসরে যাওয়ার
পর সম্পুর্ন অনৈতিক ভাবে মাদ্রাসার তৎকালীন সভাপতিকে ম্যানেজ করে তার ছেলেকে ২০১৯ সালে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব হস্তান্তর করেন। অথচ তার ছেলে জ্যেষ্ঠতার দিক থেকে ৬ নং তালিকাভুক্ত আইসিটি শিক্ষক। সেই থেকে তিনি অবৈধভাবে পদটি আঁকড়ে রেখেছেন। বর্তমানে মাদ্রাসায় শিক্ষকের সংখ্যা ১৩ জন, ছাত্র-ছাত্রীর সংখ্যা খাতা কলমে প্রায় সাড়ে ৩ শ। ওই অবৈধ ভারপ্রাপ্ত সুপারের অধীনে গত ৫ জুলাই গোয়ালডাঙ্গা দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মনিরুল ইসলামকে সহকারি সুপার হিসেবে নিয়োগ প্রদান করা হয়। তিনি গত ১ আগষ্ট মাদ্রাসায় সহকারি সুপার হিসেবে যোগদান করেছেন। কিন্তু অদ্যাবধি যোগদানকৃত সহকারি সুপার বা সিনিয়র শিক্ষকদের হাতে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব অর্পন করছেন না আইসিটি শিক্ষক। এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করলেও রায়হান তাদেরকে ম্যানেজ করে দিব্যি স্বপদে বহাল রয়েছেন।
অনতিবিলম্বে সরকারি বিধি মোতাবেক দূর্নীতিবাজ ভারপ্রাপ্ত সুপার আবু রায়হানকে অপসারন করতে মাদ্রাসার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে উপস্থিত শতাধিক এলাকাবাসী
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …