আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরাঃ
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি আলিপুর ইউনিয়ন শাখার আয়োজনে কুলিয়া, ভোমরা ও আলিপুর ইউনিয়নের গ্রাম ডাক্তারদের নিয়ে ক্যার্ডিয়াক বিষয়ের উপর সায়েন্টিফিক সেমিনার অনুষ্টিত হয়েছে । ২২ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টায় মাহমুদপুর বাজার সংলগ্ন একটি প্রি ক্যাডেট স্কুলে সেমিনারটি অনুষ্টিত হয়। আলিপুর ইউনিয়ন শাখার সভাপতি গ্রাম ডাঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ক্যার্ডিয়াক বিষয়ের উপর আলোচনা রাখেন স্কয়ার ফার্মা: রিজিওনাল সেলস্ ম্যানেজার সুব্রত সাহা, টেরিটোরি ম্যানেজার নরেশ বিশ্বাস ও সিনিয়র মেডিকেল প্রমশন অফিসার আব্দুল জলিল। সভায় সমিতির সাংগঠনিক বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য গ্রাম ডাঃ আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা শাখা কমিটির সভাপতি গ্রাম ডাঃ অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ এস এম হাসান ও সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ আকতারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন শাখার সভাপতি গ্রাম ডাঃ নাছিরউদ্দিন, আলিপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ জাকির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ বিকাশ সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ বিপিন বিহারী প্রমুখ।