আব্দুর রাজজাক: আশাশুনির সোদকোনায় দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এসডি এফ এনজিও এর নারী কর্মী রিজিয়া আহত হয়েছে । গতকাল দুপুর
১: ১৫ মিনিটে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে । জানা গেছে রিজিয়া শোভনালী ইউনিয়নে বালিয়াপুর গ্রামের আখতারুলের স্ত্রী । স্থানীয় ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মীরা প্রথমে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন । পরবর্তীতে উন্নত সেবার জন্য সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …