শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে ছাত্র শিবির কর্মীদের উপর হামলা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাসুম বিল্লাহ কে লাঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৪ অক্টোবর (শুক্রবার) বেলা ১১টায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল উপজেলা সদরের রাস্তা প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। শ্যামনগর পশ্চিম শাখার সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমামুল ইসলাম, জেলা সাহিত্য সম্পাদক নাহিদ হাসান, শ্যামনগর পৌরসভা শাখার সভাপতি আমিনুর রহমান, সেক্রেটারি আব্দুল্লাহ আল সিয়াম , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাসুম বিল্লাহ, শরিফুল ইসলাম প্রমুখ। গত ৩ অক্টোবর ছাত্রলীগ ও যুবলীগের হামলায় শিবিরের কর্মী আসাদুল্লাহ সাইফী, রাশেদুল ইসলাম, মিয়ারাজ মোঃ আবু তালেব ও আল শাহরিয়ার রোকন মারাত্মক হলে হাসপাতালে ভর্তি করা হয়।
বক্তারা হামলাকারীদের দ্রুত আইনী আওতায় আনতে এবং শ্যামনগর উপজেলা ছাত্র শিবিরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করলে আইনী পদক্ষেপ গ্রহণের হুশিয়ারি উচ্চারণ করেন।