রুহুল কুদ্দুস, ধুলিহর : ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও এসি ল্যান্ডের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর শুক্রবার বিকালে ধুলিহর ইউনিয়ন পরিষদে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্তিত ছিলেন সদর উপজেলার পি আই ও কর্মকর্তা ইয়ারুল ইসলাম ও সাতক্ষীরা সদর উপজেলার এসি ল্যান্ড অতীশ সরকার, সাতক্ষীরা সদর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আব্দুস সবুর, ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী রবিউল ইসলাম, শামীম সানা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।এসময় পি আই ও ইয়ারুল ইসলাম বলেন, যত দ্রুত সম্ভব ধুলিহর,ব্রক্ষরাজপুরের জলবদ্ধতা দুর করতে হবে তিনি আশ্বস্ত করেন বিদ্যুৎ চালিত মোটর পাম্পের মাধ্যমে পানি কমাতে ব্যবস্থা করা হবে। সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর বলেন, আজ সকাল থেকে জামায়াত নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখেন বিশেষ করে ধুলিহরের বাগডাংগা, দামার পোতা,জেয়ালা,বড়দল,নাথপাড়া,গোবিন্দপুর বালুইগাছা কাজীর বাসা , তালতলা এলাকার জনগন অত্যান্ত কঠিন বাস্তবতার মধ্যে জীবন যাপন করছে তাদের জন্য কিছু একটা করা দরকার তিনি জেলা প্রশাষক সহ উধ্বতন কর্মকর্তাদে দৃষ্টি আকর্ষণ করেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …