শ্যামনগরে যুব দায়িত্বশীলদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ জামায়াতে ইসলামীর উদ্যোগে বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে আজ সকাল ৯টার দিকে ইউনিয়ন যুব দায়িত্বশীলদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। উক্ত শিক্ষা শিবিরে ইউনিয়ন আমীর গাজী আবুল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা-৪, গাজী নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – সাবেক উপজেলা আমীর জনাব মাওলানা আব্দুল মজিদ, আরো বক্তব্য রাখেন – উপজেলা আমীর – মাওলানা আব্দুর রহমান, উপজেলা অফিস সেক্রটারী মহসিন আলম, ইউনিয়ন আমীর-গাজী আবুল হোসাইন, আযাহারুল ইসলাম, নাজমুল হোসেন, আল আমিন, হাবিবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে শহিদ করেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। তাদের রক্তের মূল্য ইনশাআল্লাহ আমরা পরিশোধ করব এ দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।