মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: শিক্ষকদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে আজ ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন করা হচ্ছে। জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের সম্মাননা জানানো হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’। বিশ্ব শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়ে থাকে। বর্তমানে বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে হয়। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে।তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা সরকারি কলেজের আয়োজনে ০৫ ই অক্টোবর(শনিবার) “বিশ্ব শিক্ষক দিবস-২০২৪” উদযাপন উপলক্ষে বর্ণ্যঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ মোস্তাজাবুর রহমান।প্রধান অতিথি হিসেবে ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমানুল্লাহ আল হাদী।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড.মোঃ আব্দুল জব্বার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মুহাঃ আল মুস্তানছির বিল্যাহ ও শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ বদরুল মিল্লাত প্রমুখ।
Check Also
পুলিশ ভেরিফিকেশনে থাকছে না রাজনৈতিক পরিচয়
পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে। পুলিশ সংস্কার কমিশন এ সুপারিশ করেছে। …